#অনু_গল্প#বিসর্জন#সৌরভ_কুমার_নাথ

#অনু_গল্প
#বিসর্জন
#সৌরভ_কুমার_নাথ

তখন সন্ধের সূর্য টা ডুবতে বসেছে।
আমি একটা ছোটো ডিঙ্গি নৌকা নিয়ে মাঝ গঙ্গায়।
চারিদিক শান্ত নিস্তব্ধতা কখন সন্ধের আলোটাকে চুরি করে নিল জানিনা।
জলের ছপাক ছপাক আওয়াজ টা যেনো দাড় টাকে ছুয়ে আরো পরিণত হয়েছে।
দূরের আলোটা নদীর গা বেয়ে এক আলোআধারী,
যেন সোনার নৌকা ভাসিয়েছে।
চাঁদটা আজ একফালি, জোছনার খামতি নেই।
সাদা কালো সেই জলের স্রোত
জীবনের স্রোতের মতোই ছলছলিয়ে এগিয়ে চলেছে।
আমি এসেছি কিছু বিসর্জন দিতে।
আমার প্রিয় কিছু, এমন কিছু যা সবার সামনে দেওয়ার নয়।
হয়তো বুকের অচিন গহ্ববরের জমে থাকা অভিমান বা কোনো অবক্ত ভালোবাসার অস্ফুট মুহুর্ত।
ছুড়ে দিলাম সেই আংটিটা, আমাদের মধ্যেকার সেই জীর্ণ সেতু।
অন্ধকারের মাঝেই কোথায় একটা ঝুপ করে আওয়াজ হলো, শেষ হলো সেই অদৃশ্য বন্ধন।
আর সেই কবিতার খাতাটা, তোমার বালিশের তলা থেকে চুরি করেছিলাম।
তৃতীয় পাতায় সেই ভাজ করা শুকনো গোলাপ ফুলটা,
আর অজস্র স্মৃতি কথা।
তাকেও ভাসিয়েছে আজ।
অনেকটা হালকা হালকা লাগছে এখন।
তবে জানিনা কেন চোখের জল বাঁধ মানছেনা।
দূরের আকাশ টা আরো স্পষ্ট আর নির্মেঘ।
একটা বড় নৌকায় তখন বেজে চলেছে"মেরা কুছ সামান তুমহারে পাস পড়া হাই"।

Comments

Popular posts from this blog

#অনুগল্প#মোটিভ#সৌরভ_কুমার_নাথ

#ছোট_গল্প#বিজানুর_বিষে_নারদ#সৌরভ_কুমার_নাথ

#অসুখ