দুধেল গাই

#দুধেল_গাই
#সৌরভ_কুমার_নাথ

গোয়ালেরা আজ ধর্ণায় সব, দুধ দোয়াবেনা আর।
লাগলে লাথি পশ্চাতেতে, হজম করা ভার।
ভোট পুকুর নাইতে নেমে সাঁতার কাটা দায়।
দুধেল গাইয়ের লাথি খেয়ে পরান বুঝি যায়।
এই গরুর দুধ ভালো খেতে বড়োই সাধ।
খিলখিলিয়ে উঠলো গরু, ভেঙে সকল বাঁধ।
খিস্তি খাস্তা হজম করে দুধ দোয়ানো চাপ।
কাজ করতে যাওয়া তো নয়, কন্যা দায়ে বাপ।
গরুর আমি গরুর তুমি গরুর শিঙের ফের।
শিঙ বুঝে তাই চলতে হবে, অভিজ্ঞতা চাই ঢের।
মুখে মুখে চলতে পারে, দাঁড়িয়ে গালি খান।
গুঁতোতে যদি চলে আসে সোজা পালিয়ে যান।
এমন ভাবেই চলবে বুঝি আমার দেশের কাজ।
গরুর দালাল গুলোর মাথায়, পড়েনা কেন বাঁজ
মাথা যারা, প্রয়োজনীয় নির্দেশ গুলো দিক।
দুস্টু গরুর চেয়ে শূন্য গোয়াল আমার মতে ঠিক।

Comments

Popular posts from this blog

#ছোট_গল্প#বিজানুর_বিষে_নারদ#সৌরভ_কুমার_নাথ

#উপলব্ধি#অনুকল্প#সৌরভ_কুমার_নাথ

#অদ্ভুত_দেখতে_লোকটা!#সৌরভ_কুমার_নাথ