#ঘুণ ধরা সুর

#ঘুণ ধরা সুর
#সৌরভ

ঘুণ ধরা বাঁশিটা পরে আছে পাশে। এই বাঁশিতে যে জাদু আছে! বারে বারে এসেছ সেই বাঁশির সুরে মোহিত হয়ে। আজ পুরোনো হয়েছে, তাই বোধহয় জাদু কমেছে তার। 
কালো সেই ঈশান কোনে ঘন অন্ধকারে তোমার সেই উজ্জ্বল নক্ষত্রের মতন চক্ষু যুগোল। বাঁশির করুন সুরে তোমার চোখের কোনে যে মুক্তের মতন ঝরে পড়া অশ্রুবিন্দু। আমায় পাগল করেছে। সেই ভালবাসা মনের কোণে সাজিয়ে রাখা আছে। ঝরে পরা তারা আর বৃষ্টির মাঝে তোমার মনের অনুভূতিটাকে চুরি করে, জোছনার আলোতে ধরা পরে গেছি। এখন শুধু ভালোবাসা টাকে ভালো বাসা করে নিতে গিয়ে অন্তবিহীন পথ ধরেছি। সেই পথের সীমারেখা অতিক্রম করতে গিয়ে যীশুর সাথে কথা হয়েছে সামনা সামনি। রাস্তার পাশে পরে থাকা সেই ঘেও রুগীটা, যাকে দেখে সবাই দুর্গন্ধ্যে দূর দিয়ে গেছে, তাকে জড়িয়ে ধরে আশ্বাস দিয়েছি ভালোবাসার। স্বপ্নের সমারোহে আমার ছোট্ট একটি ভালোবাসা, তার দাম কি আর হবে?
ললিতা, বিশখা আর যারা তোমার সখী তোমায় সঙ্গ দিয়েছে, দুষেছে আমায় বদনাম করেছে, 
বলেছে "তোমার বাঁশিতে জাদু আছে তুমি মন্তর করেছ আমার সখিকে"। জানিনা কি জাদু আছে বাঁশিতে, তবে তোমার চোখের গহীন অন্দরে কোথায় যেন জাদু আছে। কাল কাল করে কালের আঁধারে এভাবেই বুঝি শেষ হবে আমার সুপ্ত বাসনা। সরস্বতীর মতন কোথাও উধাও হবো কঠিন বাসনা মনে নিয়ে কোনো মরু পাহাড়ের গভীরে। ঝিলিমিলি রাতের আধারে তোমায় দেখবো লুকিয়ে, আর বাঁশি বাজবে সেই অচেনা অজানা আধারে আর তুমি পাগল হবে বিষ ভরা ওই বাঁশির সুরে!!

Comments

Popular posts from this blog

#অনুগল্প#মোটিভ#সৌরভ_কুমার_নাথ

#ছোট_গল্প#বিজানুর_বিষে_নারদ#সৌরভ_কুমার_নাথ

#অসুখ